Nimsar Junab Ali College

Nimsar, Burichang, Cumilla
24 June

যুক্তরাষ্ট্রভিত্তিক ফুল ব্রাইট স্কলারশিপ ১৫৫টি দেশের ৪ হাজার শিক্ষার্থীকে দেওয়া হয়। বিজ্ঞান, কলা, মানবিক কিংবা প্রকৌশল বিদ্যা- সব বিষয়ের জন্যই এই স্কলারশিপ পাওয়া যায়।

এই স্কলারশিপ প্রোগ্রামের আওতায় আসা-যাওয়ার বিমান ভাড়া, টিউশন সহ যাবতীয় একাডেমিক ফি, থাকা-খাওয়া এবং ব্যক্তিগত খরচের জন্য মাসিক স্টাইপেন্ড, স্বাস্থ্য বীমা, ভ্রমণ এলাওয়েন্স, ব্যাগেজ এলাওয়েন্স সহ ইত্যাদি।

ফুল ব্রাইট স্কলারশিপ পেতে আপনাকে বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর  স্নাতক ডিগ্রিধারী হতে হবে,  ইউএসএর কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী থাকা যাবে না,  স্নাতক এবং স্নাতকোত্তর বাংলাদেশের হতে হবে; তবে বিশ্ববিদ্যালয় ভিন্ন হলে সমস্যা নেই,  কমপক্ষে দুই বছর কর্ম-অভিজ্ঞতা আছে, IELTS এ ন্যূনতম ৭ অথবা TOEFL ন্যূনতম ৮০ স্কোর থাকতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে – এই সব যোগ্যতা থাকলে তবেই আপনি এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*
*