Nimsar Junab Ali College

Nimsar, Burichang, Cumilla

PRINCIPAL SAYS

মোহাম্মদ মামুন মিয়া মজুমদার
অধ্যক্ষ
বাংলাদেশের অভ্যুদ্বয়ের ঊষা লগ্নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা বঞ্চিত মরহুম আলহাজ্ব জুনাব আলী সাহেব হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন যে, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই, সোনার মানুষ। আর সেই মানুষ তৈরির জন্য চাই শিক্ষা। এ উপলব্ধি থেকেই তিনি অবহেলিত শিক্ষা সুবিধা বঞ্চিত এই জনপদের ঘরে ঘরে উচ্চ শিক্ষা বিকাশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে শহরের যানজট, কোলাহল ও সন্ত্রাসমুক্ত মনোরম পরিবেশ ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী নিমসার জুনাব আলী কলেজ।

প্রতিষ্ঠালগ্ন হতে এই প্রতিষ্ঠানটি হাটি-হাটি পা-পা করে এগিয়ে চলেছে উন্নতির দিকে। এখানে আছে উচ্চ মাধ্যমিক স্তর হতে ডিগ্রি (পাস) কোর্স এবং ৭টি বিষয়ে অনার্সসহ উচ্চ শিক্ষার সকল সোপান। আমি অধ্যক্ষ হিসেবে যোগদান করার পর হতে পরিচালনা পর্ষদের সহযোগিতায় শিক্ষা-কর্মচারীদের সাথে নিয়ে শুরু করি তথ্য ও প্রযুক্তির জ্ঞান বিকাশে নতুন পথ চলার। অতীতের জীর্ণতাকে ঝেড়ে ফেলে আমরা গাইতে চাই নবজীবনের গান। গড়তে চাই এক আলোকিত জগত, যে জগতে আমরা ঘটাতে চাই মেধার উন্মেষ। গড়তে চাই নৈতিক ও মানবিক গুনাবলি সম্পন্ন আদর্শ মানুষ।
মহান মুক্তিযুদ্ধে ও ১৫ আগষ্টে জাতির জনক ও তাঁর পরিবারসহ সকল শহীদ, জেলহত্যায় জাতীয় চার নেতার শাহাদাত বরণ এবং সকল গণতান্ত্রিক আন্দোলনের শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা এই জনপদকে ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের উপযোগি করে গড়তে চাই । তাই আমরা সিদ্ধন্ত নিয়েছি নিমসার জুনাব আলী কলেজটিকে ডিজিটালাইজড কলেজে রুপান্তর করার।

কলেজ শিক্ষকদের সাথে পরামর্শ করে ও পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নিয়ে কলেজের একাডেমিক শিক্ষার মান ও অফিসিয়াল যাবতীয় কার্যক্রম আরা গিতিশীলতার লক্ষ্যে কলেজটিকে ডিজিটাল সমৃদ্ধ করতে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা, বেতন, পরিক্ষার ফি আদায়, আধুনিক গ্রেডিং পদ্ধতিতে পরীক্ষার ফলাফল, এস এম এসের মাধ্যমে ছাত্র ও অভিভাবকদের সাতে দ্রুত যোগাযোগ করার জন্য নেটিজেন আইটি লিমিটেডের সাথে আমরা চুক্তিবদ্ধ হই। আমাদের সকল চেষ্টা ও তাদের সার্বিক সহযোগিতায় আমাদের নতুন ওয়েবসাইটটি কলেজের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বস করি।

সর্বশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি তাদের প্রতি, যারা নিমসার জুনাব আলী কলেজটির সকল স্তরে আইটির বাস্তবায়নে সহযোগিতা করেছেন।
মো:
সভাপতি, পরিচালনা পর্ষদ, নিমসার জুনাব আলী কলেজ

“আমাদের দেশে হবে সেই ছেলে কবে

কথায় না বড় হয়ে কাজে বড় হবে”

পৃথিবীতে কাজে বড় হওয়া মানুষের সংখ্যা খুবই কম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের সাহসী নেতৃত্বে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং বঙ্গবন্ধর দেশ ও দেশের মানুষের জন্য আত্মত্যাগের প্রধান লক্ষ্য ছিল সুশিক্ষিত, উন্নত, সমৃদ্ধ অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার। আমাদের এই স্বাধীনতাকে বাস্তবে রূপ দেয়ার লক্ষ্যে শিক্ষাক্ষেত্রে সহযোদ্ধা ছিলেন ঐতিহ্যবাহী নিমসার জুনাব আল কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব জুনাব আলী সাহেব। মরহুম আলহাজ্ব জুনাব আলী সাহেব নিমসার এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে মানুষের মাঝে শিক্ষার আলো ছঢ়ানোর লক্ষ্যে স্কুর, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিক্ষাক্ষেত্রে তার এই অবদান গ্রণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অর্জনে মুক্তিযোদ্ধের চেতনার স্বপক্ষে সকল সৃষ্টিশীল ও উন্নয়নমূলক কাজের স্বপ্নকে তরান্বিত করবে এবং এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় প্রতিষ্ঠিত হবে।

মরহুম আলহাজ্ব জুনাব আলী সাহেবের প্রতিষ্ঠিত নিমসার জুনাব আলী কলেজের অসমাপ্ত কাজগুলোর সমাপ্তি করা আমাদের সকলের দায়িত্ব। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় হতে যথাযথ যোগ্যতা অর্জন করা অভিজ্ঞ প্রবীণ শিক্ষকদের পাশাপাশি একঝাঁক নতুন ও তারুণ্যদীপ্ত শিক্ষকমন্ডলীদ্বারা এই প্রতিষ্ঠানে সর্বদা পাঠদানের কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে।

আমি সভাপতি হিসেবে ২৮জুন ২০২২ তারিখ থেকে দায়িত্ব নেয়ার পর থেকে কলেজের সমস্যাগুলি চিহ্ণিত করে দ্রুত সমাধান করার চেষ্টা করে যাচ্ছি। এরই অংশ হিসেবে আমি কলেজের শিক্ষক, কর্মচারী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করে এই কলেজটিকে সম্পূর্ণ ডিজিটালাইজেশন করার সিদ্ধন্ত গ্রহণ করি। ফলশ্রুতিতে তা আজ বাস্তবে রূপ পাচ্ছে।

কলেজে শিক্ষার মান ও অফিসিয়াল যাবতীয় কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা, ডিজিটাল বেতন কালেকশর এবং ক্ষুদেবার্তার মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সরাসরি যোগাযোগের ক্ষেত্রে আমাদের ডিজিটাল ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা পাল করবে বলে আমি আশাবাদি।

পরিশেষে, কলেজটি ডিজিটালাইজেশন করতে যারা সহযোগিতা করেছে তাদের সকলের প্রতি রাইল আমার আন্তরিক ধন্যবাদ।

মো: গোলাম ফারুক
সভাপতি, পরিচালনা পর্ষদ নিমসার জুনাব আলী কলেজ ও ভাইস-চেয়ারম্যান বুড়িচং উপজেলা পরিষদ, বুড়িচং, কুমিল্লা।

HISTORY OF THE COLLEGE FOUNDER

নিমসার জুনাব আলী কলেজ

১৯৭২ সালের প্রথম দিকের ঘটনা। সদ্য স্বাধীন বাংলাদেশে কুমিল্লা জেলার বুড়িচং থানার অন্তর্গত মোকাম ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান এবং দেশের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব  জুনাব আলী সাহেব এলাকার সুধী সমাজের অনুরোধে মাতৃভূমির বিস্তীর্ণ এক জনপদের দরিদ্র মানুষেদের সন্তান সন্ততির  উচ্চ শিক্ষা লাভের পথ সুগম করার উদ্দেশ্যে নিমসার গ্রামে একটি কলেজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় অর্থ দান করার ঘোষণা প্রদান করেন। এলাকার বিদ্যোতসাহী জনগণ এ উদ্দেশ্যে আয়োজিত এক জনসমাবেশে প্রতিষ্ঠ্যব্য এ কলেজের নামকরণ করেন “নিমসার জুনাব আলী কলেজ“। এটি ছিল বুড়িচং থানায় প্রতিষ্ঠিত প্রথম কলেজ। ১৯৭২ সালের ১ জুলাই এ কলেজে শিক্ষা কার্যক্রম শুরু হয়।

জনগণ কর্তৃক জুনাব আলী সাহেককে কলেজের প্রতিষ্ঠাতার মর্যাদা প্রদান কারয় এবং তার নামে কলেজের নামকরণ করায় এ ধর্ণাঢ্য শিল্পপতি অনুপ্রাণিত হয়ে অত্যন্ত সুন্দর, নতুন  ও সর্বাধুনিক ৪ (চরটি) বাস ক্রয় করে ছাত্র-ছাত্রীদের কলেজে যাতায়তের জন্য প্রদান করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়েটগ্রঞ্জ এবং চট্টগ্রাম-সিলেট সহাসড়কের জাফরগঞ্জ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের ছাত্র-ছাত্রীদের বহনকারী এ চারটি সর্বাধুনিক বাস, প্রতিষ্ঠার বছরেই নিমসার জুনাব আলী কলেজের পরিচিতি সমগ্র বাংলাদেশ বাংলাদেশে ছড়িয়ে দিয়েছিল। 

প্রতিষ্ঠালগ্নে কলেজের সুযোগ্য প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: সাদেকুর রহমান এর সুযোগ্য পরিচালনায় ও কলেজ প্রথম পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব হাফিজ উল্লাহ ভূঁইয়া (পোষ্ট মাষ্টার হিসেবে পরিচিত) সাহেবের কর্মততপরতায় এবং এলাকার বিদ্যোতসাহী সমাজের অকুণ্ঠ সহযোগীতায়, প্রতিষ্ঠার পর দু‘বছরের মধ্যে নিসমাস জুনাব আলী কলেজ দেশের একটি প্রথম শ্রেণির ডিগ্রি কলেজে উন্নীত হয় এবং ২০১৭-২০১৮ শিক্ষবর্ষ হতে ৭টি বিষয়ে অর্নাস কোর্স চালু করা হয়। সু-শিক্ষিত ও নিবেদিত প্রণ অধ্যাপক মন্ডলীর শিক্ষা দানের দক্ষতার ধারাবাহিক সাফল্যে বর্তমানে এ কলেজটি ঐতিহ্যবাহী একটি উচ্চ শিক্ষার পাদপীঠে পরিণত হয়েছে। 

বর্তমানে কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, নবীণ ও প্রবীণ শিক্ষক মন্ডলী সমন্বয়ে বেশ কিছু ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছেন, য়ার ফলে প্রতিষ্ঠানটি লেখাপড়া, নিয়ম-শৃঙ্খলা জলেজের শ্রীবৃদ্ধি তথা বার্সিক সমৃদ্ধি অর্জনে সাফল্যের পথে যাত্রা অব্যাহর রেখেছে।

বৃড়িচং-ব্রাহ্মণপাড়ার জননেতা মাননীয় এম. পি এডভোকেট আবুল হাসেম খাঁন, কালেজ পরিষদের সভাপতি,  জনাব গোলাম ফারুক, বুড়িচং উপজেলার নির্ব হী অফিসার জনাব, হালিমা খাতুন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব   জনাব, আখলাক হায়দার, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম বাচ্চু- এর সুদ্খস পরিচালনা ও যুগোপযোগী দিকনির্দেমনায় এ কলেজটি স্বল্প সময়ে উন্নতির শীর্ষে আরোহন করতে সক্ষম হবে বলে সকলে বিশ্বাস করেন। আদর্শ শিক্ষায় শিক্ষিত হয়ে যে সমস্ত ছাত্র-ছাত্রী আলোকিত মানুষ হতে চান তাদের জন্য নিমসার জুনাব আলী কলেজ একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান

AT A GLANCE OF COLLEGE